ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মাসউদ আখতার-এর সভাপতিত্বে DAAD ইনফরমেশন সেন্টার, ঢাকা, এবং IEOL রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে জার্মানিতে Study and Funding Opportunities (Research Grants, Study Scholarship) বিষয়ে রাবি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন DAAD বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়-এর প্রায় সবকটি বিভাগ/ইনস্টিটিউট-এর শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
DAAD ইনফরমেশন সেন্টার, ঢাকা, এবং IEOL রাজশাহী বিশ্ববিদ্যালয়ের-এর যৌথ উদ্যোগে জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
