ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ-এ “Academic Writing as a Responsibility to Represent” শীর্ষক এক সেমিনার ৮ নভেম্বর শনিবার ইনস্টিটিউটের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের  প্রফেসর ও পরিচালক ড. মাসউদ আখতার-এর  সভাপতিত্বে  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। 
সেমিনারে একক বক্তা হিসেবে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মো. মাহমুদুল হাসান প্রবন্ধ উপস্থাপন করেন এবং  উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. নাতাশা আফরিন। সেমিনারে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ,  ইনস্টিটিউট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।