জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর, ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টস-এর ডীন, Patrick Dougherty, Ed. D., ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ পরিদর্শন করেন এবং পরিচালক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রফেসর ডগহার্টি ইনস্টিটিউটে অনুষ্ঠিত একটি সেমিনারেও মূল বক্তব্য প্রদান করেন।