Message from Provost

সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা (১ মে ১৯৩৪ – ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক (তৎকালীন রিডার) ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন।

সৈয়দ মোহাম্মদ শামসুজোহার স্মতির স্মরনে ১৯৬৯ সালের ২২ অক্টোবর বাংলা ১৩৭৬ সাল ৫ কার্তিক শহীদ ড. মোহাম্মাদ শামসুজ্জোহার পিতা জনাব মোহাম্মদ আব্দুর রশীদ কর্তৃক হলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি এই হলটি চালু হয় এবং হলের প্রথম প্রাধ্যক্ষ নিযুক্ত হন ড. এম.এ.রকীব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে এ হল রূপান্তরিত হয় পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন কেন্দ্রে। শত শত বাঙালী নারী পুরুষকে এ হলে বন্দী করে রেখে তাদের উপর নির্যাতন ও হত্যা করা হতো এরপর মৃতদেহগুলো হল সংলগ্ন বধ্যভূমিতে নিক্ষেপ করা হতো। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৬ এপ্রিল নতুন করে এ হল আবার চালু হয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের অন্যতম প্রিয় আবাসন কেন্দ্রে রূপান্তরিত হয়।  এই হলটি তিনতলা বিশিষ্ট এবং এতে তিনটি ব্লক রয়েছে। পদ্মা ব্লকের কক্ষসমূহ চার আসন বিশিষ্ট, মেঘনা ব্লক এক আসন ও যমুনা ব্লকের সকল কক্ষ দুই আসন বিশিষ্ট।

Provost Name Here