Welcome to Rajshahi University Model School

Message from Principal

Dr. Sayada Dilruba
Dr. Sayada Dilruba


ড. সৈয়দা দিলরুবা

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিশুদের মাতৃস্নেহে আনন্দের সাথে শিক্ষাদানের উদ্দেশ্যে ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় নার্সারী স্কুল নামে একটি স্কুল রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব ভবনের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগের প্রফেসর বেগম হোসনে আরা সহ মহিলা ক্লাবের বেশ কিছু সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে তৎকালীন মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস হাসিনা রকিবের সদিচ্ছায় ২০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক নিয়ে ৯ মার্চ ১৯৮৬ সালে স্কুলটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।

Latest Events