Photo Gallery- Faculty of Social Science, University of Rajshahi
Newly elected Dean of the Faculty of Social Science-
Professor Md. Fakrul Islam, PhD
প্রফেসর ড.মো:ফখরুল ইসলাম
গত ২৫.০৪.২০১৮ তারিখে নবনির্বাচিত সামাজিক বিজ্ঞান অনুষদ অধিকর্তা (ডীন) হিসেবে ২ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন। বিদায়ী ডিন প্রফেসর ড. মো: ফয়জার রহমান (অমায়িক মানুষ) দায়িত্বশীলতার সাথেই তাঁর দায়িত্ব পালন করেছেন। এই শুভ লগ্নে আমরা সবাই আমাদের প্রাণপ্রিয় ও শ্রদ্ধাভাজন স্যারদের প্রতি জ্ঞাপন করছি অকৃত্রিম শুভ কামনা এবং দোয়া। স্যার আপনাদের প্রতি রইলো আমাদের অপরিমেয় ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন। আমরা উভয়েরই সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি।