Training on Office File Management & Social Accountability
বিশ্ববিদ্যালয়ে শিক্ষণ, শিখন, গবেষণা ও প্রশাসনের উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আইকিউএসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় “Office File Management & Social Accountability” শীর্ষক দুই পর্বের (২৮-২৯ ফেব্রুয়ারি ২৪) প্রশিক্ষণ কর্মসূচীর আজ শেষ দিন। সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে (কক্ষ নং-৪০৫) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/বিভাগের (৫০+৫০)১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ […]