অতিথি বক্তৃতা-২০২৪
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আগামী ১১.১১.২০২৪ তারিখ, সোমবার, বিকাল ২:৩০ মিনিটে এএইচএম জেহাদুল করিম গ্যালারীতে (১০৪ নং কক্ষ) একটি অতিথি বক্তৃতা অনুষ্টিত হবে। বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা শীর্ষক অতিথি বক্তৃতায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন- রূপ রতন পাইন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী।
উক্ত অতিথি বক্তৃতায় আপনার উপস্থিতি একান্ত কাম্য।

সভাপতি
নৃবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।