পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের 2023-2024 শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের Inaugural Ceremony 13.07.2023 তারিখে সকাল 10.00 টায় ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর, ড. সাবরিনা নাজ এর সভাপতিত্তে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত Inaugural Ceremony শুরুর প্রাক্কালে আগত গবেষকদের ফুল ও গিফট হ্যাম্পার দিয়ে বরণ করা হয়।অনুষ্টানে ইনস্টিটিউটের ইতিহাস, ঐতিহ্য, লক্ষ, উদ্দেশ্য এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন ইনস্টিটিউটের সম্মানীত শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সচিব (ভারপ্রাপ্ত) মো. সুলতান আলী

পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞপ্তি নংঃ 1/2023, 2023-2024 শিক্ষাবর্ষে এম. ফিল. ও পিএইচ. ডি. প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি।পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে 2(দুই) বছর মেয়াদী এম. ফিল. ও 3(তিন) বছর মেয়াদী পিএইচ. ডি. প্রোগ্রামে গবেষক ভর্তি করা হবে।আসন সংখ্যা সীমিত।আগামী 02-04-2023 থেকে 22-05-2023 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন ইনস্টিটিউটের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে পারবেন।28-05-2023 তারিখ রবিবার সকাল 10.00টায় ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে।পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে টাঃ 1000/- (একহাজার) মাত্র (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ভর্তির আবেদন ফরম ইনস্টিটিউট কার্যালয়ে জমা অথবা ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করা যাবে।প্রার্থী অনলাইনে তার আবেদনপত্র পূরণ ও ব্যাংক ড্রাফটের স্ক্যান কপি নিম্নোক্ত ই-মেইলে প্রেরণ করবেন (শর্ত থাকে যে প্রার্থীকে মূল ব্যাংক ড্রাফট কপিটি ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।Referee Form 2(দুই) টি সফট কপি অথবা হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবর আলাদা প্রেরণ করতে হবে।আবেদন ফরম ও আবেদনের শর্তাবলী ইনস্টিটিউটের কার্যালয়ে পাওয়া যাবে অথবা ইনস্টিটিউটের (www.ru.ac.bd/ies) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।(ড. সাবরিনা নাজ) প্রফেসর ও পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, E-mail: ies_office@ru.ac.bd