ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ

                                                                    রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামের ভর্তির লিখিত পরীক্ষা আগামী ১০ জুন ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আইবিএ ভবনে অনুষ্ঠিত হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। যে সমস্ত প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হয়েছে তাদের তালিকা নিম্নের লিংকে প্রদান করা হলো। এই তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু তারা যদি প্রবেশপত্র না পেয়ে থাকেন, তাহলে লিখিত পরীক্ষার দিন কমপক্ষে ১ঘণ্টা ৩০মিনিট পূর্বে অথবা পরীক্ষার আগের দিন পরিচিত কারো মাধ্যমে নিজ নিজ রোল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আইবিএস অফিসে যোগাযোগ করতে হবে। ভর্তি ফরমের সাথে ছবি মিলিয়ে তবে প্রবেশপত্র রিইস্যু করা হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদন করেছেন কিন্তু উক্ত প্রোগ্রামের শর্তপূরণ করা না এমন প্রার্থীদের এমফিল প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তাদের নাম এমফিল প্রবেশপত্রের শেষের দিকে রয়েছে। এছাড়া এই তালিকায় যাদের নাম থাকবে না, তাদের আবেদনের শর্তপূরণ না করায় বাতিল হয়েছে বলে ধরে নিতে হবে।

 ড. মোহাম্মদ নাজিমুল হক

প্রফেসর ও পরিচালক

প্রবেশপত্রের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন:
Admit Web List-23-24_MPhil List

Admit Web List-23-24_PhD List