Welcome to Rajshahi University Teachers Association

Message from President


বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের মানমর্যাদা, স্বার্থ ও অধিকার রক্ষায় নিবেদিত অগ্রগণ্য প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমৃদ্ধ ঐতিহ্যের ধারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এক সুত্রে গাঁথা। বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, স্বার্থ ও অধিকার রক্ষা এবং প্রয়োজনবোধে জাতীয় স্বার্থে দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণ ও অবদান নিশ্চিত করার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি ঐক্যবদ্ধ উচ্চারণ। বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা চর্চা ও গবেষণার জায়গাই নয়, স্বাধীন চিন্তা ও মুক্তভাবে মত প্রকাশেরও স্থান। তাই বিশ্ববিদ্যালয় অঙ্গনে নানা মতাদর্শ ও মত-পথের শিক্ষক থাকা স্বাভাবিক এবং এটি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র ও সৌন্দর্যকেই তুলে ধরে। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়েও তা রয়েছে এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের কাম্য। তবে শিক্ষকসমাজ মতাদর্শগত দিক থেকে যতই বিভক্ত হোন না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দল-মত নির্বিশেষে সকলের প্ল্যাটফরম। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর ঐতিহ্যের ধারায় অগ্রগামী।

Latest Events

27-04-2022
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২২ ফেব্রুয়ারি ২০২২: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসে প্রতিবন্ধীদের জন্য ৫টি করে আসন সংরক্ষণ করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এই সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন
25-03-2022
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২১ ফেব্রুয়ারি ২০২২: আজ অমর একুশে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহর
19-02-2022
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ ফেব্রুয়ারি ২০২২: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করেছে। আজ রবিবার সকাল ১০:৩০ মিনিটে