RU Activities

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়কর্তৃক এ পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ:

১। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সিন্ডিকেটের ১ এপ্রিল ২০২০ তারিখের জরুরী সভায় অনুমোদিত হয়। এই সিদ্ধান্ত অনুমোদিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

২। করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় গরীব মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সমিতি সকল শিক্ষকের কাছে ১ অথবা ২ দিনের বেতন প্রদানের অনুরোধ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই অনুরোধে স্বতস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। অচিরেই শিক্ষক সমিতি এই ত্রাণ প্রদাণের ব্যবস্থা গ্রহণ করবে।

৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এর নির্দেশ এবং সার্বিক সহযোগিতায় রসায়ন বিভাগ প্রতিটি ১০০ এমএল পরিমাণের তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে উপাচার্যের নিকট হস্তান্তর করেছে। এই তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার রাজশাহী শহরের বিভিন্ন দপ্তরে বিতরণ করা হয়েছে।