Event Date:
8th Mar, 2022 11:04:00 AM - 8th Mar, 2022 01:04:00 PM
Location:
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
Details:
আন্তর্জাতিক নারী দিবস’ ২০২২ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসডিসি) একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করে। র্যালিটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে সকাল ১০:৩০ টায় শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্যারিস রোডে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
র্যালিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেয়। সিসিডিসি এর সহকারী পরিচালক ড. মনিরা জান্নাতুল কোবরা’র উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর তানজিনা ইয়াসমিন, প্রফেসর হাসনা হেনা, প্রফেসর তানজিমা জোহরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রফেসর তানজিনা ইয়াসমিন তাঁর বক্তব্যে নারী শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবার জন্য আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বারের মতো প্রশাসন কর্তৃক নারী দিবস উদযাপনে আয়োজনের জন্য তিনি সিসিডিসিকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় উপ-উপাচার্য ও সিসিডিসি’র পরিচালক প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম।