রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর ২০১৮:
রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়াউর রহমান হল। বেগম খালেদা জিয়া হল এ প্রতিযোগিতায় রানার আপ হয়। ‘বর্তমানে সময়ে ফেসবুক আমাদের সামাজিক অস্থিরতার প্রধান কারণ’ শীর্ষক বিষয়ে এই প্রতিযোগিতায় পক্ষে ছিল চ্যাম্পিয়ন দল। রাজশাহী ইউনিভার্সিটি ডেবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
১০ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
পরে উপাচার্য প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। সেখানে অন্যদের মধ্যে সোসাইটির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম ও মডারেটর প্রফেসর হাসিবুল আলম প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর প্রভাষ কুমার কর্মকার
প্রশাসক