সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চশিক্ষা ও গবেষণা কাজে ব্যবহারসহ সৌন্দর্যবর্ধন, গোসল ও মাছ চাষের জন্য জোহা হল পুকুর, হবিবুর রহমান হল পুকুর, চিকিৎসা কেন্দ্রের সামনের পুকুর, কচিয়াপুকুর, মন্নুজান হল পুকুর, জুবেরী ভবনের সামনের পুকুর, সায়েন্স ওয়ার্কশপ পুকুর ও অতিরিক্ত হিসেবে পদ্ম পুকুর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এসব পুকুরে মাছ ধরা, গবাদিপশু গোসল করানো, কাপড় ধোয়া বা সামগ্রিক পরিবেশ নষ্ট হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো যাচ্ছে।
আদেশক্রমে-
প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া
উপ-উপাচার্য
ও
সভাপতি
সাতপুকুর গবেষণা প্রকল্প
রাজশাহী বিশ্ববিদ্যালয়