রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান আজ রবিবার দায়িত্বে যোগদান করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ মে ২০১৭:
ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম সোবহান আজ রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে সেখানে রেজিস্ট্রারসহ অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রফেসর সোবহান ২০০৯ থেকে ৪ বছর মেয়াদে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
দায়িত্বভার গ্রহণের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ মোনাজাত করেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহার মাজার ও শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণসহ মোনাজাত করেন। পরে তিনি অন্যতম শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের কবরেও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
দায়িত্বে যোগদানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ সার্বিক প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।